জাতীয় টেবিল টেনিস
মহিলা দলগত বিভাগে আনসার চ্যাম্পিয়ন
জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় মহিলা দলগত বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। মঙ্গলবার গোপালগঞ্জ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ সেটে রাজশাহী জেলা দলকে হারিয়েছে।
পুরুষ দলগত বিভাগের শিরোপারও হাতছানি আনসারের সামনে। সেমিফাইনালে তারা বাগেরহাট জেলাকে ৩-১ সেটে হারিয়েছে।
ফাইনালে আনসারের প্রতিপক্ষ চট্টগ্রাম জেলা। শেষ চারের লড়াইয়ে চট্টগ্রাম নড়াইল জেলাকে ৩-২ সেটে হারিয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে ২৭ মার্চ। ৩০টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।