‘ভারতের সঙ্গে এক রানের হারটি আমার ভুলেই’
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের এক রানের সেই হারটি নিশ্চয়ই ভোলার নয়। মাশরাফিদের সেই হারটি দেখে পুরো ক্রিকেট বিশ্বই একরকম স্তব্ধ হয়ে গিয়েছিল। জয়ের জন্য তিন বলে মাত্র দুই রান প্রয়োজন ছিল তখন। আর উইকেটে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। কিন্তু তারা দুজনেই পরপর দুই বলে আউট হয়ে দলকে হারের মুখে ঠেলে দিয়েছিলেন।
এবার সেই হারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। দুটি দারুণ চার মেরে মুশফিকুর রহিম যখন সাজঘরে ফিরে যান, তখনো সবার আশা ছিল বাংলাদেশ জিতবে। কারণ পিচে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তিনিও যখন হার্দিক পান্ডের একটি ফুলটস বলে আউট হয়ে যান, তখন সব আশা শেষ হয়ে যায়।
সেই হারটির কথা এখনো ভুলতে পারছেন না মাহমুদউল্লাহ। বলেছেনও, ‘সত্যি কথা বলতে কি আমি বিশ্বাসই করতে পারছি না, মুশফিক দুটি চার মেরে আউট হয়ে যাবে। আমিও আউট হয়ে যাব। তখন একবারের জন্যও আমার মনে হয়নি, ম্যাচটি আমরা জিততে পারব না। আসলে সেটা আমারই ভুল ছিল। সেই হারটির কথা কখনোই ভোলার নয়।’
সেই ম্যাচে ভারতকে হারানোর দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছিল বলে মনে করেন তিনি, ‘এমন একটি ম্যাচে জয় না পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য মনে হবে। এই হারটি মেনে নেওয়ার মতো নয়। ভারতকে হারানোর দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছিলাম আমরা। সেই হারটি আমাদের সবার জন্যই বেদনার ছিল।’
তারপরও শেষ বলে এক রানে হবে ভেবেছিলেন মাহমুদউল্লাহ, ‘মুশফিক আর আমি আউট হয়ে যাওয়ার পর তখনো আশা ছিল শেষ বলে এক রান হবে। হয়নি, তাই দায়টা নিজের ঘাড়েই তুলে নিচ্ছি আমি। অবশ্য তখন আমি চেয়েছিলাম, ফিনিশিংটা আমিই করি। তাই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যাই। তবে সেটি মারারই বল ছিল।’
তবে সেই ম্যাচে জিততে না পারার আক্ষেপ ঝরে পড়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের কণ্ঠে, ‘ভারতের মাটিতে ভারতকে হারানোর দারুণ একটা সুযোগ ছিল আমাদের। সেই দারুণ সুযোগটি আমরা হাতছাড়া করেছি। তবে যে ভুল হয়েছে, তা ফিরে পাওয়ার নয়।’