সেই ‘নো বল’ নিয়ে নির্বিকার রোহিত!
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেনের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান ভারতের ওপেনার রোহিত শর্মা। বল রোহিতের ঊরুর উচ্চতায় থাকলেও তা ‘বিমার’ বিবেচনা করে ‘নো বল’ ঘোষণা করেন মাঠের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গুল্ড। এই ‘বিতর্কিত’ সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটবিশ্বে। শেন ওয়ার্ন, ভিভিএস লক্ষ্মণসহ অনেক সাবেক তারকা ক্রিকেটার তীব্র সমালোচনা করেন দুই আম্পায়ারের। রোহিত নিজে অবশ্য এ ব্যাপারে ‘নির্বিকার’! তাঁর মতে, ‘ক্রিকেটে এমনটা হতেই পারে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল উপলক্ষে বুধবারের সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন রোহিত। সাংবাদিকদের অনেক প্রশ্নের মাঝে উঠে এসেছে সেই বিতর্কিত ‘নো বল’ প্রসঙ্গ।
এ ব্যাপারে মতামত জানতে চাওয়া হলে রোহিত বলেছেন, ‘আমি জানি না বাংলাদেশে কী হচ্ছে। তবে এটা খেলার অংশ। কিছু কিছু সিদ্ধান্ত আপনাকে মেনে নিতেই হবে। কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে, কোনোটা বা বিপক্ষে। এটা এমন কিছু নয়।’
সেদিন আম্পায়ারদের আরো কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করেছিলেন। রোহিত অবশ্য জানিয়েছেন, আইসিসি সভাপতির মন্তব্য সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।
১৯ মার্চ মেলবোর্নের সেই কোয়ার্টার ফাইনালে ব্যক্তিগত ৯০ রানে আম্পায়ারদের কৃপায় ‘জীবন’ পেয়ে ১৩৭ রান করেছিলেন রোহিত। ভারতের জয়নির্ধারক ইনিংসটি ম্যাচসেরার পুরস্কারও এনে দিয়েছিল তাঁকে।