শেষ মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা!
জার্মানউইংস ফ্লাইটের টিকিট কেটেছিল সুইডেনের তৃতীয় বিভাগ ফুটবল লিগের একটি ক্লাব। যে বিমানটি মঙ্গলবার আল্পস পর্বতমালার ফ্রান্সের সীমানায় বিধ্বস্ত হয়েছে। শেষ মুহূর্তে যাত্রাসূচি বদলে ফেলায় সেই বিমানে আর চড়তে হয়নি ফুটবলারদের। তাই তাঁরা বেঁচে গেছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে।
কাতালোনিয়া থেকে সুইডেনে ফেরার জন্য ডালকুর্ড এএফ ক্লাব জার্মানউইংসের এয়ারবাস এ৩২০-এর টিকিট কেটেছিল। বিমানে চড়ার জন্য বার্সেলোনা বিমানবন্দরে এলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে ফুটবল ক্লাবটি। ওই বিমানে উঠলে ডুসেলডর্ফে অনেকক্ষণ বসে থাকতে হতো। তাই একটু তাড়াতাড়ি দেশে ফেরার জন্য অন্য তিনটি বিমানের টিকিট কাটা হয়। আর সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দেয় ক্লাবটির কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের জীবন।
নিরাপদে দেশে ফেরার পর ডালকুর্ড এএফ ক্লাবের গোলরক্ষক ফ্রাঙ্ক পেত্তারসন টুইটারে লিখেছেন, ‘যারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তাদের বলছি, আমরা ভালো আছি। ঘরে ফিরে এসেছি। অন্য বিমান বিধ্বস্ত হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক আদিল কিজিল এভাবে বেঁচে গিয়ে স্তম্ভিত। তিনি বলেছেন, ‘আমাদের সেই বিমানেই থাকার কথা ছিল। প্রায় একই সময়ে চারটা বিমান আল্পসের উত্তর দিক দিয়ে উড়ে গেছে। চারটা বিমানের মধ্যে তিনটাতেই আমাদের দলের খেলোয়াড়-কর্মকর্তারা ছিল। আমরা খুবই ভাগ্যবান।’