স্কয়ার ড্রাইভ
ভারত-অস্ট্রেলিয়া রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায়
বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর থেকেই ভারতীয় দল খানিকটা চাপের মধ্যে আছে। আম্পায়ারদের কয়েকটি ‘বিতর্কিত’ সিদ্ধান্ত নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট-দুনিয়ায়। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এটা খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। কারণ এখনকার ক্রিকেটাররা খুব পেশাদার। মাঠের বাইরের বিষয় নিয়ে তেমন মাথা ঘামাতে রাজি নন তাঁরা।
বৃহস্পতিবারের সেমিফাইনালে আমার ‘ফেভারিট’ অস্ট্রেলিয়া। তাদের জয়ের সম্ভাবনাই বেশি। নিজেদের মাটিতে খেলছে বলে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে চাই আমি।
ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হলেই ভালো হয়। আমাদের উপমহাদেশের ভারত-পাকিস্তান ম্যাচের মতো অজি-কিউই ম্যাচও বেশ জমজমাট হয়।
শক্তি-সামর্থ্যে কোনো দলই তেমন এগিয়ে নেই। ভারতের ব্যাটিং লাইন-আপ বেশ লম্বা। অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছেন। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক যেমন দুর্দান্ত, তেমনি ভারতের স্পিন আক্রমণ খুবই ভালো।
এই ম্যাচে মনস্তাত্ত্বিক লড়াই জমবে বলে মনে হচ্ছে। বিশ্বকাপে ভারত ধারাবাহিকভাবে ভালো খেলছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া হয়তো কিছুটা পিছিয়ে।
তবে সেমিফাইনালে অভিজ্ঞতা পার্থক্য গড়ে দিতে পারে। তুলনামূলকভাবে অস্ট্রেলিয়া দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা বেশি। আর কে না জানে বড় ম্যাচে অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ!
ভারতের জন্য ‘প্লাস পয়েন্ট’ হতে পারে উইকেট। সিডনির উইকেটে সাধারণত প্রচুর রান হয়। গ্রুপ পর্বে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারশর ওপরে রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আবার সিডনির উইকেটে স্পিনাররাও সুবিধা পেয়ে থাকেন।
টুর্নামেন্টের দুটো সেরা দল শেষ চারে মুখোমুখি হচ্ছে। ম্যাচটি রোমাঞ্চকর হবে বলেই আমার বিশ্বাস।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।