স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ
স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনসংলগ্ন সিনথেটিক টার্ফে বৃহস্পতিবার বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। জাতীয় দলের সাবেক ফুটবলাররা এই ম্যাচে অংশ নেবেন।
বুধবার বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাল ও সবুজ নামে দুটি দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। লাল দলের নেতৃত্ব দেবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সবুজ দলের অধিনায়ক বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।
দুই দলে ৩৬ জন করে ফুটবলার রাখা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার বেলা ২টার মধ্যে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপুর কাছে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।