আইপিএলে খেলে ভুল করেছেন মুস্তাফিজ!
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাতটা চিনিয়েছেন অনেক আগেই। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানকে নিয়ে চলছে মাতামাতি। এই লিগে দারুণ পারফর্ম করায় পুরো ক্রিকেট বিশ্বই কাটার-মাস্টারের বন্দনা করছে।
কিন্তু আইপিএলে খেলে নাকি ভুলই করেছেন মুস্তাফিজ। ভারতীয় সংবাদমাধ্যম এবেলা এমনটা দাবি করে সংবাদ প্রকাশ করেছে। এই আসরে খেলার কারণে, বিদেশি ক্রিকেটারদের কাটার-ভীতি কেটে যাবে। তাই এত দ্রুত এই লিগে উচিত হয়নি বলে সেই প্রতিবেদনে লেখা হয়েছে।
এর পেছনে যুক্তি তুলে ধরে তারা লিখেছে, খেলতে খেলতে একসময় রহস্য আর থাকে না। ভীতিপ্রদ বিষয়কে দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখলে আগের সেই ভীতি আর থাকে না। তেমনই মুস্তাফিজকে যত বেশি খেলা যাবে, ততই তাঁর সম্পর্কে গড়ে ওঠা রহস্যও ধীরে ধীরে কেটে যাবে। মুস্তাফিজের অস্ত্রগুলো সম্পর্কেও একটা ধারণা তৈরি হয়ে যাবে। পরবর্তীতে খুব সহজেই তাঁর বল খেলতে পারবেন ব্যাটসম্যানরা।
উদাহরণ টেনে তারা বলে, একসময় শচীন টেন্ডুলকারের বিপক্ষে বল করতে ভয় পেতেন বোলাররা। পরে বোলারদের শচীন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। ঠিক তেমনি মুস্তাফিজুর-ধাঁধাও সমাধান হয়ে যাবে বলে মনে করে তারা।
তাই আইপিএলে যোগ দেওয়ার আগে শুভানুধ্যায়ীদের বোঝানো উচিত ছিল মুস্তাফিজুরকে। এখনই আইপিএলে যোগ না দিতে বলা উচিত ছিল তাঁকে। এতে নাকি দেশের এবং মুস্তাফিজের জন্যও ভালো হতো বলে মনে তারা।