ব্রিসবেনে দিবারাত্রির টেস্ট নিয়ে স্মিথের উদ্বেগ
গত নভেম্বরে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। অ্যাডিলেড ওভালে কৃত্রিম আলোয় সাদা পোশাকের ক্রিকেটে সাগ্রহেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভেন স্মিথ। নিউজিল্যান্ডকে হারিয়েও দিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে অ্যাডিলেডে খেললেও ব্রিসবেনের স্যাঁতসেঁতে আবহাওয়ায় দিবারাত্রির টেস্ট নিয়ে উদ্বিগ্ন স্মিথ।
আগামী ডিসেম্বরে ব্রিসবেনের মাঠ গ্যাবায় পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যদিও কয়েকজন সাবেক খেলোয়াড় ও ক্রিকেট বিশেষজ্ঞের হুঁশিয়ারি, ব্রিসবেনের আর্দ্র আবহাওয়ার কারণে কৃত্রিম আলোয় খেলতে সমস্যায় পড়তে পারে ব্যাটসম্যানরা।
স্মিথও এ ব্যাপারে চিন্তিত। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় উদ্বেগ লুকিয়ে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘অ্যাডিলেড ওভালে সবকিছু খুব ভালোভাবেই হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি দিবারাত্রির টেস্ট আয়োজনের জন্য সেটাই সেরা জায়গা। তবে এ বছর আমাদের গ্যাবাতেও এমন ম্যাচ খেলতে হবে। ব্রিসবেনে আর্দ্রতা একটু বেশিই থাকে। তাই ব্যাটসম্যানদের বেশ সমস্যা হতে পারে। বিশেষ করে উইকেটে যদি ঘাস থাকে।’
দিবারাত্রির টেস্টের গোলাপি বল নিয়েও স্মিথের মনে শঙ্কা। টেস্ট ক্রিকেটে ৮০ ওভার পর নতুন বল নেওয়া যায়। তবে গ্যাবার ঘাসে আচ্ছাদিত পিচে গোলাপি বল ৮০ ওভার টিকতে পারবে কি না, তা নিয়ে সংশয়ে স্মিথ, ‘আমার মনে হয় এ ধরনের বল আরো অনেক উন্নত করা প্রয়োজন। অথবা আমাদের এমন কোনো উইকেট তৈরি না করাই উচিত, যা এ ধরনের বলের জন্য অনুপযোগী।’