রূপগঞ্জের শেষ দুই বাধা আবাহনী ও দোলেশ্বর
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের সংগ্রহ ১৪ ম্যাচে ২০ পয়েন্ট। তা ছাড়া সুপার লিগের প্রথম তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের একেবারেই তুঙ্গে রয়েছে তারা। আসরে তাদের সামনে শেষ দুই বাধা আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
আগামী সোমবার সুপার লিগের চতুর্থ ম্যাচে রূপগঞ্জ মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। বিকেএসপির তিন নম্বর মাঠে হবে ম্যাচটি। শিরোপার লড়াইয়ে রূপগঞ্জের সবচেয়ে কাছাকাছি আবাহনী। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। অবশ্য তারা এক ম্যাচ কম খেলেছে।
প্রাইম দোলেশ্বরের সঙ্গে আবাহনীর একটি ম্যাচ স্থগিত হয়ে আছে। যে ম্যাচে তামিম ইকবাল আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।
আসরে নিজেদের শেষ ম্যাচে রূপগঞ্জ লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এই ম্যাচটিও হবে বিকেএসপির তিন নম্বর মাঠে।
রূপগঞ্জের জন্য পরের দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। শিরোপা জিততে হলে এই দুই ম্যাচ জিততেই হবে তাদের। অবশ্য যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের শিরোপাজয়ের সম্ভাবনা প্রবল।