বাগদান সারলেন ইশান্ত শর্মা
আগামী মাসের শুরুতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবেন ইশান্ত শর্মা। তার আগে বিবাহটা সেরে ফেলতে চাইছেন ভারতের এই ডানহাতি পেসার। গতকাল রোববার হবু বধূর হাতে আংটি পরিয়ে বাগদান পর্ব সেরেছেন তিনি। পাত্রী ভারতীয় বাস্কেটবল দলের তারকা প্রতিমা সিং।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে খেলার মাঠের অবসরে নিজেদের মধ্যে প্রেমপর্ব চালাচ্ছিলেন ইশান্ত ও প্রতিমা। অবশেষে বিয়েটাও সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ইশান্তের হবু বধূ প্রতিমা সিংয়ের পরিবার ভারতের বাস্কেটবল অঙ্গনে ব্যাপক জনপ্রিয়। পাঁচ বোনের মধ্যে চারজনই ভারতের জাতীয় বাস্কেটবল দলের হয়ে আগে খেলেছেন বা এখনো খেলছেন। প্রতিমার এক বোন প্রশান্তি সিং অধিনায়কত্ব করেছেন ভারতের নারী বাস্কেটবল দলের। আরেক বোন আকাঙ্ক্ষা সিং এখনো খেলছেন জাতীয় দলের হয়ে। বাস্কেটবল অঙ্গনে তাঁদের পরিচয় ‘সিং সিস্টার্স’ নামে।