নতুন কীর্তি গড়লেন ইশান্ত শর্মা
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে পরপর দুই বলে জোস বাটলার ও জোফরা আর্চারকে ফিরিয়ে দিয়ে নতুন কীর্তি গড়ার আভাস দেন ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসে ড্যান লরেন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে লক্ষ্যে পৌঁছে যান এই ভারতীয় পেসার।
ষষ্ঠ ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ইশান্ত শর্মা। এর আগে এই কীর্তি গড়েন অনিল কুম্বলে, কপিল দেব, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন ও জাহির খান। সব মিলে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট ক্লাবের সদস্য হলেন ইশান্ত।
বিশ্বের ৩৫তম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট নিলেন ইশান্ত শর্মা। ২৬ নম্বর পেসার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করলেন তিনি।
ভারতের হয়ে সবচেয় বেশি টেস্ট উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। তাঁর সংগ্রহে রয়েছে ৬১৯টি টেস্ট উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। তাঁর ঝুলিতে রয়েছে ৪৩৪টি উইকেট। এ ছাড়া হরভজন, অশ্বিন ও জাহিরের টেস্ট শিকার সংখ্যা যথাক্রমে ৪১৭, ৩৮৩ ও ৩১১টি।
ইশান্ত ক্যারিয়ারের ৯৮তম টেস্টে ৩০০ উইকেট নেন। সেদিক থেকে তিনি এলিট ক্লাবে ঢুকতে সবচেয়ে বেশি ম্যাচ খরচ করেছেন।