কুয়েতে ব্যর্থ শ্যুটার বাকি
কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গ্রাঁ প্রি শ্যুটিং প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে রুপা উপহার দেওয়া আবদুল্লাহেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন তিনি।
বাছাই পর্বে ৬২২ স্কোর করে পঞ্চম হয়ে চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছিলেন বাকি। কিন্তু শ্যুট অফে তার পারফরম্যান্স ছিল লজ্জাজনক।
বাকির সঙ্গে এই ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশের আরেক শ্যুটার শোভন চৌধুরী বাছাই পর্ব থেকেই বাদ পড়ে যান। ৬১৫ স্কোর করে ১৩তম হওয়ায় মূল পর্বে উঠতে পারেননি তিনি।
৫৮টি দেশের ৫২৬ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।