শতক করেই তামিমের জবাব
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রান ছাড়া আর কোনো বড় ইনিংস ছিল না। তামিম ইকবালকে তাই সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল। তাঁকে দল থেকে বাদ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। ঠিক এমন প্রতিকূল সময়ে দারুণ সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিলেন তামিম ইকবাল।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। তবে পাকিস্তানের বিপক্ষে এটাই তাঁর প্রথম শতক। ১৩৫ বলে খেলা ১৩২ রানের দারুণ ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৫টি চার ও তিনটি ছক্কায়।
২০০৮ সালে এই মাঠেই প্রথম সেঞ্চুরি করেছিলেন তামিম, আয়ারল্যান্ডের বিপক্ষে। পরের তিনটি সেঞ্চুরির প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এর মধ্যে সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০১৩ সালের মার্চে, শ্রীলঙ্কার হাম্বানটোটায়। অর্থাৎ দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন তামিম।
বিশ্বকাপে স্কটল্যান্ড ছাড়া বাকি পাঁচ ম্যাচে তামিমের মোট রান মাত্র ৫৯। দেশে ফিরেও ব্যর্থতা পিছু ছাড়ছিল না। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে পূর্বাঞ্চলের হয়ে দু্ই ম্যাচে করেছিলেন ১০ ও ৫ রান। বিসিবি একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে এসেছিল ৯ রান। ক্রমাগত ব্যর্থতায় জর্জরিত তামিম জ্বলে উঠলেন অবশেষে, জবাব দিলেন সব সমালোচনার।