জাতীয় দলে আর খেলছি না—আফ্রিদিকে তামিম
তামিম ইকবাল—দেশসেরা এই ওপেনার সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা। যদিও তামিম জানালেন ভিন্ন কিছু। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) আফ্রিদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষৎ নিয়ে কথা বলেন তামিম। এসময় অবসরের বিষয়ে তামিমের কি ভাবনা জানতে চান আফ্রিদি। জবাবে, তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’
অবশ্য তামিমের অবসরের মন্তব্যে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। এর আগে, বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ রয়েছে তামিম-সাকিব। যদিও আপাতত বিপিএল নিয়ে ব্যস্ত এই ক্রিকেটার। ফরচুন বরিশালের জার্সিতে খেললেও এখন নিজের চেনা ছন্দ খুঁজে পাননি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর পরদিন মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এমন গুরত্বপূর্ণ টুর্নামেন্টে তামিম-সাকিবের সার্ভিস নিঃসন্দেহে মিস করতে চাইবে না বাংলাদেশ।