‘চেয়েছিলেন মেসির মতো, হয়ে গেছে রোনালদোর মতো’
এতদিন আলোচনা ছিল তার ফর্ম-খরা নিয়ে। আর দুই বছরের বেশি সময় পার হয়ে সেঞ্চুরি দিয়ে যখন ফর্মে ফিরলেন, তখন আলোচনা হচ্ছে তার উদযাপন নিয়ে। বিশেষ ‘মুদ্রা’য় সেঞ্চুরি উদযাপনের কারণ তামিম ইকবালের মুখ থেকে অবশ্য এখনো শোনা যায়নি। কারণ এই উদ্বোধনী ব্যাটসম্যান মিডিয়ার সামনেই হাজির হননি সেঞ্চুরির পর। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিষয়টা জানালেন, তামিম সেঞ্চুরিটা উদযাপন করতে চেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারাকা লিওনেল মেসির মতো করে, কিন্তু কাকতালীয়ভাবে তা হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর মতো।
শনিবার রাজধানীর এক হোটেলে বিষয়টা খোলাসা করে বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘আসলে আমি রোনালদোর দারুণ ভক্ত। একদিন এ নিয়ে আমার সঙ্গে তামিমের আলোচনা হচ্ছিল। তখনই সে আমাকে বলেছিল, আপনি যদি রোনালদোকে সাপোর্ট করেন, আমি তাহলে মেসিকে সাপোর্ট করব। আর গোল করার পর মেসি যেভাবে উদযাপন করে খারাপ সময় থেকে ফিরতে পারলে মাঠে ঠিক সে রকমভাবেই করব আমি। কিন্তু হয়ে গেল তার উল্টো, রোনালদোর মতো। ফর্ম-খরা থেকে ফেরার পর রোনালদো এমনি করে উদযাপন করে।’urgentPhoto
তামিম অবশ্য অন্য কিছু বোঝাতে চাননি বলে জানান মাশরাফি, ‘আসলে সে মোটেও অন্য কিছু বোঝাতে চায়নি। সেঞ্চুরি করার পর সে এতটাই উচ্ছ্বসিত ছিল যে, মেসির মতো করে উদযাপন করতে গিয়ে রোনালদোর মতো করে ফেলেছে।’
এদিন তামিমের সেঞ্চুরির প্রশংসাও করেন মাশরাফি, ‘সবারই একটা খারাপ সময় যেতে পারে। তামিমের গত কিছুদিন ভালো সময় কাটেনি ঠিক। অবশ্য নিজের ব্যাটিং নিয়ে সে যেভাবে চিন্তিত ছিল, ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার ছিল মাত্র। ঠিক সময়েই ফিরেছে সে। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রাখবে তামিম।’
তামিমের মতো একজন ব্যাটসম্যানের ভালো করাটা আমাদের দলের জন্যও জরুরি ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘তামিম ভালো করলে দলের ব্যাটিংয়ে এর দারুণ প্রভাব পড়ে। দলের অন্য ব্যাটসম্যানরাও অনুপ্রাণিত হয়। তা ছাড়া আমাদের উদ্বোধনীতে ভালো করাটা যেমনি জরুরি ছিল, তেমনি তামিমের নিজের জন্যও ভালো একটা ইনিংস খেলা জরুরি ছিল।’
২০১৩ সালের মার্চে হাম্বানটোটায় সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তামিম শ্রীলঙ্কার বিপক্ষে। দুই বছরের বেশি সময় পর নিজের পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি করছেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৯৫ রান ছাড়া আর কোনো বড় ইনিংস ছিল না তামিমের। বাকি পাঁচ ম্যাচে তিনি করেছেন মাত্র ৫৯ রান। তাই বেশ কিছুদিন থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। ঠিক এমনই সময়ে সেঞ্চুরি করে সেই জবাব দিয়েছেন ভালোভাবে।