উচ্ছ্বসিত, নির্ভার তামিম
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সমালোচনার জবাব ভালোভাবেই দিয়েছিলেন। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির কৃতিত্ব এখন সাকিব আল হাসানের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তামিম ইকবাল। দুজনেরই শতকের সংখ্যা ছয়টি। শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহর পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দ্বিতীয় ওয়ানডেতে শতক করে স্বাভাবিকভাবেই তামিম উচ্ছ্বসিত। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ায় তাঁর আনন্দ বেড়ে গেছে বহুগুণ।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নেওয়ার পর সংবাদ সম্মেলনে তামিম বললেন, ‘তথ্যটা আগে জানতাম না। ম্যাচের পরপরই জেনেছি, সেঞ্চুরির সংখ্যায় সাকিব আর আমি এখন সমান। গত দুই মাস আমি কঠিন সময় পার করেছি। পরপর দুটো সেঞ্চুরি করে চরম দুঃসময় থেকে বেরিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, আগামী দিনগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
রোববার ১৪৩তম ওয়ানডে খেলা তামিমের রান ৪,৩৬০। অন্যদিকে, ১৪৯ ম্যাচে সাকিব করেছেন ৪,২০৫ রান। এই অর্জনে অনুপ্রাণিত বাঁহাতি ওপেনার তামিমের অভিমত, ‘যেকোনো অর্জনই যেমন ভালো লাগার, তেমনি প্রেরণাদায়কও বটে। আশা করছি, এই প্রেরণা ভবিষ্যতে আমার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।’
টানা দুটি সেঞ্চুরির মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নে তামিমের জবাব, ‘প্রথম সেঞ্চুরিটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, চরম দুঃসময়ে ওই সেঞ্চুরি পেয়েছিলাম। দ্বিতীয়টা পেয়েও খুব ভালো লাগছে অবশ্য।’
ব্যাট হাতে রান না পাওয়ায় তাঁকে কম সমালোচনা সইতে হয়নি। সেসব সমালোচকের প্রতি তামিমের বিনীত অনুরোধ, ‘প্লিজ, রানখরার সময় আমার সমালোচনা করলেও আমার পরিবারকে কোনোরকম আঘাত করবেন না। আমার পরিবারের সদস্যরা তো মাঠে এসে খেলছে না। তাঁদের এর মধ্যে টানবেন কেন?’
আগের ম্যাচে সেঞ্চুরির পর তাঁর উদযাপন নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে তামিমের মন্তব্য, ‘কারো মনে আঘাত দেওয়ার জন্য ওভাবে উদযাপন করিনি। সেটা ছিল আমার আনন্দের বহিঃপ্রকাশ। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে সেঞ্চুরি উদযাপন করেছি।’