‘ঐতিহাসিক’ সিরিজ জয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা
গল টেস্টের দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কার সামনে জয়ের হাতছানি। শুধু ম্যাচ নয়, স্বাগতিকরা দাঁড়িয়ে ইতিহাসের দোরগোড়ায়। এই ম্যাচ জিততে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের উল্লাসে মেতে উঠবে শ্রীলঙ্কানরা। সে জন্য তাদের প্রয়োজন আর সাত উইকেট।
৪১৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ তিন উইকেটে ২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে যে হারে উইকেট পড়ছে, তাতে এই রান করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আজকেই উইকেট পড়েছে ২১টি!
সকালে দুই উইকেটে ৫৪ রান নিয়ে শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১০৬ রানে গুঁড়িয়ে দিয়েছেন রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার হেরাথ। অফস্পিনার দিলরুয়ান পেরেরার শিকারও চারটি। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর।
২৮১ রান করেও স্পিনারদের সৌজন্যে প্রথম ইনিংসে ১৭৫ রানের বেশ বড় লিড পেয়েছে শ্রীলঙ্কা। তাই দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে না পারলেও টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে তারা। মিচেল স্টার্কের মারাত্মক বোলিং শ্রীলঙ্কানদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিয়েছে ২৩৭ রানে। ৫০ রানে ছয় উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার স্টার্ক। বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠে পেরেরার অবদান ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান এসেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও শ্রীলঙ্কার ঘূর্ণিজাদুতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। তিন উইকেট হারিয়ে আরেকটি হারের শঙ্কায় তারা। দুই উইকেট নিয়েছেন পেরেরা, একটি হেরাথ।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট ১০৬ রানে জিতেছিল শ্রীলঙ্কা। ১৩ আগস্ট তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে কলম্বোতে।