ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল
খুলনা টেস্টের সাফল্য নিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঢাকায়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন মুশফিক-সাকিব-তামিমরা। একটা দিন বিশ্রাম নিয়ে সোমবার থেকে অনুশীলনে নেমে পড়বেন তাঁরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এনটিভি অনলাইনকে বলেছেন, ‘ঢাকায় ফেরার পর রোববার বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। সোমবার থেকে আবার তাঁদের অনুশীলন শুরু হবে।’
খুলনায় তামিম ইকবালের দ্বিশতক ও ইমরুল কায়েসের শতক এবং দুজনের রেকর্ডভাঙা উদ্বোধনী জুটির সৌজন্যে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ড্র করেছে বাংলাদেশ।
সেই সাফল্যে উজ্জীবিত মুশফিকের দল বুধবার থেকে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।