মুশফিকের চোখে জয়ের স্বপ্ন
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনা টেস্ট ড্র করে বাংলাদেশ দল এখন দারুণ উজ্জীবিত, অনুপ্রাণিত। বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে আরেক ধাপ এগিয়ে জয়ের স্বপ্নও দেখছেন মুশফিকুর রহিম। ধারাবাহিকতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, এই ম্যাচেও ভালো খেলে শেষটা সফল করে রাখতে তাঁরা মরিয়া।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিকের কণ্ঠ থেকে ধ্বনিত হলো আত্মবিশ্বাস, ‘খুলনায় বেশ কিছু দুর্দান্ত অর্জনের কারণে খেলোয়াড়দের মনোবল এখন দৃঢ়। তাঁরা দারুণ আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ঢাকায়ও ভালো কিছু করা সম্ভব। সেটা জয়ও হতে পারে। অবশ্য সে জন্য আমাদের প্রতিটি সেশনে এবং প্রতিটি দিন অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।’
পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও একমাত্র টি-টোয়েন্টিতে উড়িয়ে দেওয়ার পর খুলনায় দৃঢ়তাভরা লড়াইয়ে ড্র। এখন সামনে মিরপুর টেস্ট এবং এটাই সিরিজের শেষ ম্যাচ। শেষটা ভালো করে রাখতে উন্মুখ মুশফিকের মন্তব্য, ‘পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সবকিছুই আমাদের পক্ষে গেছে। শুরুর মতো শেষটাও ভালো করতে চাই। আশা করি, আমরা সাফল্য পাব।’
মুশফিকের কণ্ঠে অবশ্য প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধা, ‘পাকিস্তান খুব শক্তিশালী দল। ব্যাটিং-বোলিং সব বিভাগেই তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। শেষ টেস্টে তারা ঘুরে দাঁড়াতে চাইবে। আমাদের সামনে তাই কঠিন পরীক্ষা।’
চোটের কারণে মিরপুর টেস্টে খেলতে পারবেন না পেসার রুবেল হোসেন। খুলনায় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। তামিম ইকবাল পায়ে ব্যথা পেয়েছেন। বাংলাদেশ অধিনায়ক অবশ্য এসব চোটকে তেমন পাত্তা দিচ্ছেন না, ‘আমার আঙুলের ব্যথা প্রায় সেরে গেছে। আজ তো কিছুক্ষণ উইকেটকিপিং অনুশীলনও করলাম। শতভাগ না হলেও আশা করি, খেলা শুরু হওয়ার আগে কিপিং করার সক্ষমতা ফিরে পাব। তামিমের পায়ের ব্যথা তেমন গুরুতর নয়। আশা করি, সে খেলতে পারবে। তবে এসব দলে খুব একটা প্রভাব ফেলবে না।’
খুলনা টেস্টে আটজন ব্যাটসম্যান নিয়ে খেললেও মিরপুরে বাংলাদেশ দলের একাদশ সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি মুশফিক, ‘সকালে পিচ দেখে একাদশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি অবশ্য আরেকজন বোলার নেওয়ার পক্ষে। সেটা পেসার বা স্পিনার যা-ই হোক না কেন।’
খুলনা টেস্টের পর তামিম বলেছিলেন, তাঁর রেকর্ড ভাঙতে পারেন শুধু মুশফিকই। এই টেস্টে কি মুশফিক পারবেন আরেকটি ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে দিতে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের জবাব, ‘সব সময়ই বড় ইনিংস খেলার লক্ষ্য থাকে আমার। এবারও তেমন লক্ষ্য নিয়েই মাঠে নামব। আর তামিমের রেকর্ড তামিমই ভাঙার যোগ্যতা রাখে। আমাদের দলের সব ব্যাটসম্যানের ভালো খেলার সামর্থ্য আছে।’