বাড়ি ফিরছেন পেলে
প্রোস্টেটে (মূত্রথলির নিচের একটি ছোট গ্রন্থি) অস্ত্রোপচার সফল হয়েছে। তাই বেশি দিন হাসপাতালে থাকতে হচ্ছে না পেলেকে। ব্রাজিলের ফুটবল-কিংবদন্তির শনিবারই হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার কথা।
সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে পেলের অস্ত্রোপচার। এই হাসপাতালেই গত বছরের ডিসেম্বরে কিডনি সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ বিজয়ী।
অস্ত্রোপচারের পর পেলেকে কোনো রকম সমস্যায় পড়তে হয়নি জানিয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরামর্শদাতা জোসে ফরনোস রদ্রিগেজ বলেছেন, ‘পেলে একদম ঠিক আছেন। তিনি বিশ্রাম নিচ্ছেন।’
বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। গত বছর কিডনির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।