সাকিবের সঙ্গে মইন আলীর মধুর লড়াই
ম্যাচের প্রথম ইনিংসের ২৯তম ওভারে দ্বিতীয় বলে ইংলিশ ব্যাটসম্যান মইন আলীর বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব আল হাসান। সাড়াও দেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ শিবির। কিন্তু এই আউটে সন্তুষ্ট হতে পারেননি অতিথি দলটির এই ব্যাটসম্যান। রিভিউ আবেদন করেন তিনি।
রিভিউ আবেদনে জয়ী হন মইন আলী। রিভিউ আম্পায়ার শরফুদৌলার এ সিদ্ধান্ত সফরকারী দলটির পক্ষে গেলে স্বাগতিক দলটির উচ্ছ্বাস নিমেষেই শেষ হয়ে যায়।
মাঝখানে এক বল পর ওই ওভারের চতুর্থ বলে, সেই মইনের বিপক্ষে আবারও সাকিব এলবিডব্লিউর আরেকটি আবেদন করেন। আবারও আম্পায়ার ধর্মসেনা আঙুল তুলে সাড়া দেন। কিন্তু এবারও সন্তুষ্ট হতে না পেরে মইন রিভিউ আবেদন করে আবার জয়ী হন।
বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ণ বিরতির পর তাই কিছুটা হলেও উত্তেজনা ছড়ায়। তবে সাকিবের সঙ্গে মইনের এই মধুর লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন ইংলিশ অলরাউন্ডারই।
একটি ওভারের এই লড়াইয়ে সফরকারী দলটি কিছুটা লাভবান হয়েছে ঠিক, কিন্তু চলমান এই টেস্টের প্রথম দিনটা যে তাদের খুব একটা ভালো কাটছে না, তা বলাই যায়।
ইংল্যান্ড ৪২ ওভারে ১০৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে মূল্যবান পাঁচটি উইকেট। বাংলাদেশর পক্ষে অভিষেক হওয়া মেহেদি হাসান মিরাজ দারুণ আলো ছড়াচ্ছেন নিজের প্রথম টেস্টেই। এখন পর্যন্ত পড়া পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন তিনি।