চট্টগ্রাম টেস্টও তো দিবারাত্রি!
কথাটা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন। ফ্লাডলাইটের আলোয় চট্টগ্রাম টেস্ট হচ্ছে। তা কী করে সম্ভব? তাহলে এটিও দিবারাত্রির টেস্ট? না, আসলে তা নয়। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শেষ তিন ওভার ফ্লাডলাইটের আলোয় খেলা হয়েছে।
কেন ফ্লাডলাইটের আলোয় খেলা হবে, এ নিয়েও প্রশ্ন উঠতে পারে। সাধারণত আলোর স্বল্পতা দেখা দিলে ব্যাটসম্যানরা চাইলে সে দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। কিন্তু এখন নিয়ম পাল্টেছে। আম্পায়াররা চাইলে খেলা চালিয়ে যেতে বাধ্য খেলোয়াড়রা।
আজ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও বিষয়টি জানিয়েছেন, ‘মূলত এখন এটি আম্পায়ারদের ওপর নির্ভর করে থাকে। তাই খেলা চালিয়ে যেতে হয়েছে আমাদের।’
অবশ্য এ কারণে বাংলাদেশের কিছুটা ক্ষতিও হয়েছে। এই সময়ের মধ্যেই আউট হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ৪৮ রান করে সাজঘরে ফিরে যান শেষ ১৫ বল বাকি থাকতে।
তা ছাড়া সাধারণত টেস্টে প্রতিদিন ৯০ ওভার করে হয়ে থাকে। এদিন আম্পায়াররা দুই ওভার বেশি খেলিয়েছেন।