তামিম চান ১০০ রানের লিড
কিছুটা ভালোলাগা, কিছুটা আক্ষেপ- এসবের মিশেলেই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে প্রথম চাই বড় অঙ্কের লিড নেওয়া। সেটা কি পারবে বাংলাদেশ?
বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের বিশ্বাস পরের ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারলে ভালো অঙ্কের লিড নেওয়া অসম্ভব নয়। তাঁর চাওয়া প্রথম ইনিংসে অন্তত ১০০ রানের লিড নিক বাংলাদেশ।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ম্যাচের দুই দিন শেষে এখন যে অবস্থায় রয়েছে, আমরা কিছুটা এগিয়ে আছি। তবে বড় অঙ্কের লিড নিতে পরের ব্যাটসম্যানদের অবশ্যই ভালো করতে হবে। আমার মতে, ১০০ রানের লিড নিতে পারলেই ভালো কিছু করতে পারব আমরা।’
ম্যাচের প্রথম ইনিংসে সফরকারী ইংল্যান্ড ২৯৩ রান করে ইনিংস গুটিয়ে নেয়। বাংলাদেশ ২২১ রান করে। হাতে আছে পাঁচ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে আছে ৭২ রানে।