মুশফিকের সেরার কাতারে চট্টগ্রাম টেস্ট!
কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বাংলাদেশ। তাই হয়নি টেস্টে অষ্টম জয়ের স্বপ্নপূরণ। চট্টগ্রামে ইংল্যান্ডের কাছে এই ম্যাচে ২২ রানে হেরে গেছে লাল-সবুজের দল। ম্যাচটি হারলেও প্রতিটি সেশনেই প্রতিপক্ষ ইংল্যান্ডের সঙ্গে সমানতালে লড়েছেন মুশফিক-সাকিবরা। ম্যাচটির প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা। তাই এটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
আসলেও তাই, টেস্ট দুনিয়ার অন্যতম পরাশক্তি এই দেশটিকে বাংলাদেশ রীতিমতো ঘামঝরিয়ে ছেড়েছে। তা ছাড়া ম্যাচের শেষ মুহূর্ত জয়ের সম্ভাবনা ছিল স্বাগতিকদেরও। এটিকে অন্যতম সেরা বললে খুব একটা ভুল বলা হবে না।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, 'ম্যাচটি জিততে পারলে হয়তো ভালো লাগত আমাদের। কিন্তু জয় না পেলেও এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট। গত বছর খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র করা ম্যাচটিকে আমি প্রথম স্থানে রাখব। এরপরই চট্টগ্রাম টেস্ট থাকবে আমার খেলা সেরা টেস্টের কাতারে।'
এর ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এই ম্যাচে আমরা একেবারেই শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের সঙ্গে লড়াই করেছি। কখনো আমাদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, আবার কখনো ইংল্যান্ডেরও। ম্যাচটি উত্তেজনায় ঠাসা ছিল। বিশেষ করে ধারাবাহিকভাবে প্রতিটি সেশনেই আমরা ভালো খেলেছি।'
চট্টগ্রামে এই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। এর জাবাবে বাংলাদেশ করে ২৪৮ রান। আর দ্বিতীয় ইনিংসে সফরকারী দলটি ২৪০ রান তুলে স্বাগতিকদের সামনে ২৮৬ রানের লক্ষ্য ছুড়ে দেয়। বাংলাদেশ শেষ পর্যন্ত ২৬৩ রান করে অলআউট হয়।