বার্সেলোনা ছাড়ছেন জাভি
কয়েক দিন আগে ছোটবেলার ক্লাব লিভারপুল থেকে বিদায় নিয়েছেন স্টিভেন জেরার্ড। এবার একই পথে হাঁটতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। এবারের মৌসুমের শেষে বার্সেলোনা থেকে বিদায় নিচ্ছেন এই কুশলী মিডফিল্ডার।
১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে বার্সেলোনায় পা রাখা জাভি বেড়ে ওঠেন বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা ‘লা মেসিয়া’য়। ১৯৯৭ সালে জায়গা পান বার্সেলোনার ‘বি’ দলে। কাতালানদের মূল দলে সুযোগ পেতেও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। পরের বছরই মূল দলে অভিষেক হয় জাভির। তার পর থেকে ধীরে ধীরে নিজেকে পরিণত করে আজ তিনি বার্সার মাঝমাঠের মধ্যমণি।
ফুটবলকে অবশ্য এখনই বিদায় জানাচ্ছেন না ৩৫ বছর বয়সী জাভি। বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছর কাটানোর পর কাতারে পাড়ি জমাতে যাচ্ছেন স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক। এবারের মৌসুম শেষে জাভি কাতারের ক্লাব আল সাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তাঁর বাবা হোয়াকিন হার্নান্দেজ।
স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জাভি।
বার্সেলোনার অনেক সাফল্যের সাক্ষী জাভি। কাতালানদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ, আটটি স্প্যানিশ লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি। বার্সা এবারের লা লিগার শিরোপা জিতেছে জাভির নেতৃত্বেই।