আইপিএলে এক ডট বলে ফলছে ৫০০ গাছ
আইপিএল মানেই বড় রানের খেলা। প্রায়শই বল গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে। চলতি মৌসুমে ছয়ের সংখ্যা হাজার পেরিয়েছে। আর চার পেরিয়েছে দুই হাজারের কোটা। টি-টোয়েন্টিতে যেখানে ডট বল মানে বড় ক্ষতি। সেখানে এবারের আইপিএলে প্রত্যেকটি প্লে-অফের ডট বল অমূল্য।
এবারের আইপিএলের প্লে-অফে প্রত্যেকটি ডট বলের জন্য একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছে আয়োজকরা। আর তা হলো প্রতি ডট বলেই বিসিসিআইয়ের পক্ষ থেকে রোপন করা হবে ৫০০টি গাছ। আর এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে ভক্ত-সমর্থকদের।
মূলত বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি সবুজায়নের দিকে নজর রেখেই এমন উদ্যোগ গ্রহন করেছেন বিসিসিআই। এই ধরণের উদ্যোগ আইপিএলে প্রথমবারের মতো নেওয়া হলো। এই ধরনের উদ্যোগ পরিবেশ সহায়ক হওয়ায় খুবই খুশি ক্রিকেট সংশ্লিষ্টরা।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে মোট ডটবল হয়েছে ৮৪টি। সেই হিসেবে প্রতি ডট বলে ৫০০ রান হলে, মোট ৪২০০০ গাছ রোপণ করা হবে। আইপিএলে বাকি আরও ৩ ম্যাচ। সেই ম্যাচগুলোতেও যত ডটবল হবে, ততই বাড়বে গাছ রোপণের সংখ্যা।
এমন উদ্যোগের প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘অসম্ভব ভালো উদ্যোগ নিয়েছে বোর্ড। হয়তো ডট বল খেলতে দলকে খেসারত দিতে হবে, তবে গাছের সংখ্যা তো বাড়বে।’