আইপিএলের ফাইনালে খেলতে পারবেন কি ধোনি?
বুদ্ধিতে বার বার প্রতিপক্ষকে বোকা বানাতে পটু ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে এই বুদ্ধি খাটিয়েই সমালোচনার মুখে পড়েন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। দল আইপিএলের ফাইনালে উঠলেও ধোনির খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
গত মঙ্গলবার (২৩ মে) আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট ইনিংসের ১৬তম ওভারে বিতর্কের জন্ম দেন ধোনি। ওভারটি করতে মাথিশা পাথিরানাকে ডাকেন ধোনি। তবে শ্রীলঙ্কান এই পেসারের বোলিংয়ে বাধা দেন আম্পায়ার। জানান, পাথিরানা মাঠের বাইরে ছিলেন বলে এখনই বোলিং করতে পারবেন না তিনি।
নিয়মানুযায়ী একজন ফিল্ডার যতটুকু সময় বাউন্ডারির বাইরে থাকবেন, ফেরার পর ততটুকু সময় মাঠে থাকার পরই বোলিং করতে পারবেন। পাথিরানা মোট ৮ মিনিট মাঠের বাইরে ছিলেন, আর ধোনি যখন তাকে ডাকে তখনও সময় শেষ হতে আরও চার মিনিট বাকি ছিল। তাই ওইসময় বাধ্য হয়ে নতুন কাউকে দিয়ে বল করাতে হতো ধোনিকে।
ব্যাপারটি বুঝতে পেরে, নতুন পরিকল্পনা সাজিয়ে আম্পায়ারের সঙ্গে আড্ডায় মাতেন ধোনি। কাটিয়ে দেন ৪ মিনিট। এদিকে ধোনির এমন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে ৪ মিনিট সময় পূরণ হওয়ায় বল করার অনুমতি পান পাথিরানা। যার ফলে নতুন কাউকে আর বোলিংয়ে আনার প্রয়োজন পড়েনি ধোনির। আর জেনেবুঝে ধোনির এমন পরিকল্পনা নিয়েই হচ্ছে সমালোচনা। আসলে ধোনির পরিকল্পনা ছিল ইনিংসের ১৬, ১৮ ও ২০তম ওভার পাথিরানাকে দিয়ে বল করাবেন।
তবে ১৬তম ওভারটি না করাতে পারলে ডেথ ওভারে ৩ ওভার তাকে দিয়ে করানোর যে সুযোগ তা হাতছাড়া হবে। যেহেতু নিয়মের বাইরে যাওয়া যাবে না। তাই এমন ফন্দি আঁটেন ধোনি অবশ্য শুরুতে না বুঝলেও পরে সময় নষ্ট করার ব্যাপারটি বুঝতে পারে সমর্থকরা।
ওই সময় নষ্ট করায় ম্যাচের শেষ ওভারে শাস্তি পায় চেন্নাই। একজন বাড়তি ফিল্ডারকে ৩০ গজের মধ্যে আনতে হয়। যদিও বিসিসিআই এই বিষয়ে কোনো বিবৃতি দেয় নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, এমন কর্মকাণ্ডের কারণে ফাইনালে নিষিদ্ধ হতে পারেন সিএসকে অধিনায়ক। এখন দেখার বিষয় ধোনি ইস্যুতে কি সিদ্ধান্ত নেয় বিসিসিআই।