মুম্বাইকে বিশাল লক্ষ্য ছুড়ে দিল গুজরাট
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ মে) মুখোমুখি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ায় সমীকরণটা এমন জিতলে ফাইনাল, হারলে বাদ।
অলিখিত সেমিফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করে শুভমান গিলের অতিমানবীয় শতকে নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে গুজরাট তোলে ২৩৩ রান।
ওপেনিং জুটিতে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল মিলে ছয় ওভার দুই বলে তোলেন ৫৪ রান। ১৬ বলে ১৮ রান করে পিযুষ চাওলার বলে ঈষাণ কিষাণের হাতে স্টাম্পড হয়ে ফেরেন ঋদ্ধিমান। এরপর আহমেদাবাদে চলেছে যেন শুধুই শুভমানের শো। ব্যাট হাতে ঝড় তোলেন এই তারকা। ১৫তম ওভারের প্রথম বলে ক্যামেরন গ্রিনের বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি। চারটি চার ও আটটি ছয়ের মারে আহমেদাবাদে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৪৯ বলে সেঞ্চুরির ঘরে পৌঁছান তিনি।
শুভমান শুধু শতক হাঁকিয়েই মুম্বাইয়ের বোলারদের রেহাই দিয়েছেন, তা কিন্তু নয়; শতকের পর নিজের মুখোমুখি হওয়া তিন বলে দুই ছয় ও একটি চার মারেন তিনি। শেষ পর্যন্ত শুভমান থামেন ২১৫ স্ট্রাইক রেটে ৬০ বলে ১২৯ রানে।
শুভমানের টর্নেডো ইনিংসটিতে চারের মার ছিল সাতটি, ছক্কা দশটি। দলীয় ১৯২ রানে আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডের তালুবন্দি হন তিনি। অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান সাঁঈ সুদর্শন। ৩১ বলে ৪৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ১৩ বলে ২৮ রানের ক্যামিওতে। শেষ পর্যন্ত মুম্বাইকে ২৩৪ রানের পাহাড়সম লক্ষ্য ডিঙানোর চ্যালেঞ্জ দেয় গুজরাট।
শুভমান গিলের অতিমানবীয় ইনিংসের সামনে কেউই বল হাতে তেমন সুবিধা করে উঠতে পারেনি। একটি করে উইকেট পান চাওলা ও মাধওয়াল।