ট্রফি নয়, ফাইনালের আগে যা নিয়ে ভাবছেন পান্ডিয়া
আইপিএলের গত আসরে নাম লিখিয়েই চমক লাগিয়ে দেয় গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম আসরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা। এবারও শিরোপার দাবিদার তারা। আসরের শুরু থেকে যেভাবে ছন্দে ছুটে চলছে গুজরাট তাতে শিরোপা জেতা অসম্ভব কিছু নয়।
তাদের সামনে এখন বাধা শুধু চেন্নাই সুপার কিংস। আইপিএলের ফাইনালে চেন্নাইকে হারাতে পারলেই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে হার্দিক পান্ডিয়ার দল। তবে, শিরোপার লড়াইয়ের আগে এতকিছু ভাবছেন না পান্ডিয়া। এমনকি ভাবছেন না শিরোপা নিয়েও। শুধু ফাইনাল মহারণে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইছেন অধিনায়ক। সেই সঙ্গে সতীর্থদের উপভোগ করার বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার জেতার পর ফাইনাল নিয়ে পান্ডিয়া বলেছেন, ‘আমরা নিজেদের সেরাটা দেব। কী ফলাফল হবে সেটা আমাদের কাছে এখন প্রাসঙ্গিক নয়। সবাই মিলে সেরাটা উজাড় করে দিতে পারলে, ১০০ শতাংশ দিতে পারলে জমে যাবে। নকআউট খেলাটাই আমার কাছে বেশ মজার। যা খুশি ফল হতে পারে। আমি তো এটা নিয়ে সতীর্থদের সঙ্গে মজাই করছি।’
গুজরাট অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা যে এত দূর আসতে পেরেছি, তার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। সবাই প্রচুর পরিশ্রম করেছে। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে। আমি চেয়েছি সবাই খোলা মনে খেলুক। ফাইনালেও ফলাফল নিয়ে ভাবতে চাই না। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলেই ফলাফল আমাদের পক্ষে আসবে।’
আগামীকাল রোববার (২৭ মে) মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল মহারণ। আহমেদাবাদে শিরোপার লড়াই মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। আসরের শুরুটাও হয়েছিল দুদলের লড়াই দিয়ে। এবার শেষটাও হবে মহেন্দ্র সিং ধোনি বনাম হার্দিক পান্ডিয়ার দ্বৈরথ দিয়ে।