যে কারণে বাফুফের ক্যাম্প ছাড়লেন আরেক নারী ফুটবলার
বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছিল দুরন্ত গতিতে। সাফ শিরোপা জিতে দেশে এসে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। ছেলেরা বারবার হতাশ করলেও মেয়েরা সাফল্যের পালকে যুক্ত করেছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে একটু একটু করে ভীত শক্ত হচ্ছিল নারী ফুটবলের। কিন্তু হঠাৎ এ কী হলো নারী ফুটবলে।
গত শুক্রবার (২৬ মে) কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। একই দিন অবসরে যান সাফজয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। মাত্র ২২ বছর বয়সে অবসরের ঘোষণা দেন স্বপ্না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প থেকে বাদ পড়ে দুই ফুটবলার সাজেদা খাতুন ও আনুচিং মগিনি আগেই বিদায় বলেছেন ফুটবলকে। এবার ক্যাম্প ছাড়লেন আরেক ফুটবলার।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, সাফজয়ী দলের সদস্য ডিফেন্ডার আঁখি খাতুন মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আজ রোববার (২৮ মে) বাফুফের ক্যাম্প ছেড়ে বাড়ি চলে গেছেন।
আঁখির বাড়ি সিরাজগঞ্জ। বাড়ি যাওয়ার আগে বাফুফেকে বলে গেছেন, ‘মা অসুস্থ। সুস্থ হলে ফিরব।’ তবে কবে ফিরবেন, তা নিশ্চিত করে বলেননি। ধারণা করা হচ্ছে, বাকিদের মতো তারও বাড়ি ফেরার পেছনে অন্য কারণ আছে।