পাকিস্তানের বলা ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপ খেলবে না ভারত
এশিয়া কাপ নিয়ে ঘোলাটে হওয়া জল যেন আরও ঘোলাটে হয়ে গেল। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি নয় ভারত, সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। গতকালের আহমেদাবাদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি অনানুষ্ঠানিক সভা শেষে এমনটিই জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে আজ সোমবার (২৯ মে) প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, পাকিস্তানের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে খেলবে না ভারত। দেশটি চায় নিরপেক্ষ ভেন্যুতে খেলতে এবং সেটি একটি নির্দিষ্ট দেশে। অর্থাৎ, পাকিস্তানের চাওয়া অনুযায়ী দুটো আলাদা দেশে খেলার যে পরিকল্পনা, তা বাস্তবায়িত হবে না।
আহমেদাবাদে অনানুষ্ঠানিক ওই সভায় উপস্থিত ছিলেন জয় শাহসহ এসিসির কয়েকজন সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যেকোনো একটি দেশকে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হবে। তবে, সেটি আনুষ্ঠানিক সভায় সিদ্ধান্ত আসতে হবে।
বিসিসিআইয়ের সচিব হওয়ার পাশাপাশি এসিসির বর্তমান সভাপতি জয় শাহ। আহমেদাবাদের অনানুষ্ঠানিক সভায় থাকা একজন সদস্য জানান, যেহেতু জয় শাহ সভাপতি এবং একটি বিষয় সুরাহা করতে সভার প্রয়োজন, তাকেই সভা আহ্বান করতে হবে। সেই সভায় নিশ্চিত করতে হবে পাকিস্তানের উপস্থিতি।
চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের এবারের আসর। ছয় দলের টুর্নামেন্ট বসবে পাকিস্তানে। তবে, ভারত ও পাকিস্তানের পরস্পর বিরোধী অবস্থানের কারণে ঝুলে আছে টুর্নামেন্টের ভাগ্য। খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়, এশিয়া কাপ অন্য কোনো দেশে আয়োজন করা হোক।