দুই বলে ১০ রানের সমীকরণ যেভাবে মেলালেন জাদেজা
আইপিএলে অবিশ্বাস্য এক ফাইনাল দেখেছে ক্রিকেট বিশ্ব। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ ওভারে। শেষ ওভারে বোলিংয়ে আসেন মোহিত শর্মা। চেন্নাইয়ের প্রথম বল ডট। পরের তিন বলে তিন সিঙ্গেল। শেষ দুই বলে প্রয়োজন ১০ রান। এখানেই চমক দেখান রবীন্দ্র জাদেজা। ব্যাট উঁচিয়ে দেখান জাদুর ছোঁয়া।
সে সময় নন স্ট্রাইকে ২১ বলে ৩২ রানে অপরাজিত শিবমান দুবে, স্ট্রাইকিং এন্ডে জাদেজা। সেই জাদেজা, যাকে গড়ার অন্যতম কারিগর মাহেন্দ্র সিং ধোনি। গুরুর জন্য কি অর্ঘ্য দেবেন না শিষ্য? মোহিতের পঞ্চম বলে মারলেন ছক্কা। এক বলে সমীকরণ দাঁড়াল চার রানে। জাদেজা হয়তো ভাবলেন, একটি মাত্র বল! মাঠের বাইরে ধোনিও হয়তো ভাবছেন, এক বলে আমিও পাল্টে দিয়েছিলাম ইতিহাস! মোহিত রান আপ নিলেন, জাদেজার শট এবং কাঙ্খিত চার! চেন্নাই চ্যাম্পিয়ন!
জাদেজার এমন ফিনিশিংয়ে মুগ্ধ বুঁদ হয়েছিল ক্রিকেট বিশ্ব। এমন মুগ্ধকর ফিনিশিং নিয়ে ম্যাচ শেষে নিজেই জানালেন জাদেজা। মূলত বল কোথায় পড়বে সেটা না ভেবে সজোরে ব্যাট চালিয়েই সফল এই তারকা ক্রিকেটার।
জাদেজা বলেছেন, ‘এখানে আমার চিন্তা ছিল, যত জোরে সম্ভব ব্যাট চালাতে হবে। প্রতিটি ডেলিভারিই তখন গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম, বল কোথায় যাবে না যাবে, এত চিন্তা করা যাবে না। যতটা পারি, জোরে মারতে হবে। আর কিছু ভেবে লাভ নেই।’
জাদেজা আরও বলেন, ‘হ্যাঁ সমীকরণ নিয়ে অবশ্যই (বিশ্বাস ছিল)। কারণ ক্রিকেট তো যে কোনো কিছুই হতে পারে। ওই দুই বলে আমার পরিকল্পনা ছিল, সোজা ব্যাটে খেলা। কারণ জানতাম যে, মোহিত স্লোয়ার বল করতে পারে, ইয়র্কার বা ওয়াইড ইয়র্কার করতে পারে। আমি তাই চাইছিলাম, সোজা ব্যাটে জোরে মারতে।’