বাংলাদেশের স্পিনে বৈচিত্র্য আনতে চান হেরাথ
চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ১৪ জুন থেকে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। সিরিজকে সামনে রেখে গতকাল সোমবার (২৯ মে) থেকে শুরু হয়েছে অনুশীলন। বাংলাদেশ দল এখন সব বিভাগেই রাখছে উন্নতির ছাপ। পেস বোলাররা তো রীতিমতো আগুন ঝরাচ্ছেন। পেসারদের সাফল্যে খানিক ম্লান হয়েছে চিরচেনা স্পিন আক্রমণ। স্পিন নিয়ে নতুন করে কাজ করছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
আজ মঙ্গলবার (৩০ মে) মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হেরাথ। তিনি বলেন, “আমরা স্পিনারদের মধ্যে ভিন্নতা আনা নিয়ে কাজ করছি। বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। কেউ যদি ভালো করতে পারে, তার প্রশংসা করতে হবে। খারাপ করলে উন্নতির জায়গা খুঁজে বের করতে হবে। দল হিসেবে আমরা উন্নতির চেষ্টা করছি।”
জাতীয় দলের ক্যাম্পে থাকা বোলারদের বাইরেও এইচপি টিমের সদস্যদের নিয়ে কাজ করছেন শ্রীলঙ্কান এই সাবেক কিংবদন্তি। তিনি চাচ্ছেন স্পিনারদের তুলে আনতে।
সামনে ওয়ানডে বিশ্বকাপ। উপমহাদেশে হলেও স্পিনারদের জন্য কঠিন এক বিশ্বকাপ অপেক্ষা করছে। এ প্রসঙ্গে হেরাথ বলেন, “আমি সবসময় মনে করি যখন স্পিনারদের জন্য কঠিন সময় আসে, তখন সেটি একটা চ্যালেঞ্জে রূপান্তরিত হয়। যে কারণে আমরা বিশ্বকাপে যাওয়ার আগেই নিজেদের তৈরি করছি।”
২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পের শুরু থেকে নেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ছুটি কাটিয়ে ৩ জুন ঢাকায় ফিরবেন।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে না থাকার সম্ভাবনা আছে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। দায়িত্ব সামলাতে পারেন লিটন দাস।