বাংলাদেশের জন্য কঠিন হবে আফগানিস্তান সিরিজ : তামিম
অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। পিছিয়ে নেই আফগানিস্তান-বাংলাদেশও। চলতি মাসেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানরা।
বাংলাদেশের মাটিতে বরাবরই ভালো খেলে আফগানরা। অতীত পরিসংখ্যান অন্তত সে কথাই বলে। তাই আফগানদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল শুক্রবার (২ জুন) এক অনুষ্ঠানে আফগান সিরিজ নিয়ে গণমাধ্যমকে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘কোচ এলে স্কিল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সবসময় ভালো সিরিজ হয়। তারা মানসম্পন্ন দল। আজ তাদের পারফরম্যান্স হয়তো দেখেছেন সবাই। তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে।’
আফগানিস্তান সিরিজে ভালো করতে হলে সব বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে মনে করেন তামিম। তামিম বলেন, ‘আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। কঠিন সিরিজ হবে। তাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। টেস্ট দিয়ে শুরু করব। মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা টেস্ট নিয়েই চিন্তা করছি’।
ক্রিকেটারদের ফিটনেসে গুরুত্ব দিতে জানিয়ে তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’