আফগানদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ আকরামের
আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও সতর্ক বাংলাদেশ। কেননা এর আগে আফগানদের বিপক্ষে অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তি দিচ্ছে না সাকিব-তামিমদের। শক্তিমত্তায় বাংলাদেশ এগিয়ে থাকলেও আফগানদের খাটো করে দেখছেন না বিসিবি পরিচালক আকরাম খান।
আজ শনিবার (৩ জুন) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আফগানিস্তানকে কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের কোয়ালিটি ক্রিকেটার, বোলার অনেক আছে। ব্যাটসম্যান যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদের যদি সহজভাবে নেন বা মনে করেন যে আয়ারল্যান্ডের মতো ছোট দল তাহলে এটা আমাদের জন্য নেতিবাচক হবে। ওরা কিন্তু শক্তিশালী একটা দল এবং শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো বড় একটা ব্যাপার।’
ঘরের মাঠে অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়ে আকরাম বলেন, ‘আমরা যেভাবে খেললাম আয়ারল্যান্ডের বিপক্ষে দেশে ও বাইরে আমরা যদি ওভাবে প্রোপার ক্রিকেট খেলতে পারি, ইনশা আল্লাহ আমরা ভালো করব। কারণ, আমাদের হোম অ্যাডভান্টিজ আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা বেশি। তো সুযোগটা নিতে পারলে আমরা ভালো করব।’
টেস্টের উইকেট প্রসঙ্গে আকরামের বলেন, ‘উইকেট তো আসলে টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে। সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।’