ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দেবে বিসিবি
সামনেই আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশের। ১০ জুন ঢাকায় এসে পৌঁছাবে দলটি। ১৪ জুন একমাত্র টেস্ট শুরু। সিরিজটি মাথায় রেখে ২৯ মে থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলন ক্যাম্পের শুরুতে ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছুটি কাটিয়ে গতকাল শনিবার (৩ জুন) ঢাকায় ফেরেন তিনি। সঙ্গে নিয়ে এসেছেন বাংলাদেশ দলের মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে।
হাথুরুসিংহে বরাবরই ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোর ওপর বেশ নজর দেন। মাঠের পারফরম্যান্সের সঙ্গে মাইন্ডে গেমের সরাসরি সংযোগ রয়েছে। ক্রিকেটে যা আরও বেশি করে। তাই হাথুরুর চাওয়া অনুযায়ী বাংলাদেশ দলে নিয়োগ দেওয়া হয়েছে মাইন্ড ট্রেনার।
এবার মাইন্ড ট্রেনারের সঙ্গে যোগ দেবেন একজন মনোবিদও। আগস্টের ১১ তারিখ মনোবিদ ডক্টর ফিল বাংলাদেশে আসতে পারেন বলে আজ রোববার (৪ জুন) গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও, ব্রাউনি কিংবা ফিল কেউই দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন না।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে সেশন করেছেন ব্রাউনি। জেনেছেন তাদের মানসিক শক্তি ও দুর্বলতার জায়গা নিয়ে। সেসব নিয়েই কাজ করবেন তিনি।
এর আগে বাংলাদেশ দলের ক্রিকেটরদের অনেকেই নিজ উদ্যোগে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছিলেন। এবার দলগতভাবে কাজ করা হচ্ছে কোচের চাওয়াতেই, যা বাংলাদেশ দলকে আরও শক্তিশালি করে গড়ে তুলবে মাঠের খেলায়।