‘আফগানিস্তানের বিপক্ষে সেরাটা দিলেই সাফল্য আসবে’
কদিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। যার জন্য ‘হোম অব ক্রিকেট’ চলছে প্রস্তুতি। দুদলের একমাত্র টেস্ট মাঠে গড়াবে আগামী ১৪ জুন।
মূল লড়াইকে সামনে রেখে গতকাল রোববার (৪ জুন) টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। সেখানে নতুন হিসেবে জায়গা করে নেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। নতুন দুজনকে নিয়েই আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর বিশ্বাস, সুযোগ পেলে লাল বলের ক্রিকেটে দুজনই পারবেন নিজেদের মেলে ধরতে।
নতুন দুজনের প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শাহাদাত দিপু ও মুশফিক হাসান আমাদের এইচপি (হাই পারফরম্যান্স) টিমে কাজ করেছে। ওরা দুজনই ভালো করেছে। আমরা মনে করি দুজনেরই সক্ষমতা আছে জাতীয় দলে খেলার। আশা করি, সুযোগ পেলে লাল বলের ক্রিকেটে নিজেদের মেলে ধরতে পারবে ওরা।’
জুনের প্রচন্ড গরমে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। টেস্টে তাদের সঙ্গে রেকর্ডও ভালো নয় বাংলাদেশের। ২০১৯ সালে একমাত্র টেস্টে ২২৪ রানের শোচনীয় হার ছিল বাংলাদেশের। সব মিলিয়ে ম্যাচটা শুধু আফগানদের জন্য নয়, বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জিং হতে পারে।
এ বিষয়ে নান্নু মনে করেন, ‘এখন যথেষ্ট গরম। খুব চ্যালেঞ্জিং কন্ডিশন। আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলেছি অনেক আগে। আমাদের খেলোয়াড়রা এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। বাংলাদেশ যদি সেরাটা দিয়ে খেলতে পারে, তাহলে ভালো ফলাফল আসবে।’
দ্বিপাক্ষিক সিরিজটি খেলতে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।