কাটতে পারে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা
সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে জল ক্রমেই ঘোলাটে হচ্ছিল। অনিশ্চয়তার মুখে পড়েছিল টুর্নামেন্টের ভবিষ্যৎ। তবে আশার খবর, অনিশ্চয়তার মেঘ কাটতে চলেছে। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলের অনুমোদন দিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এমনটিই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
আজ রোববার (১১ জুন) ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল এসিসির অনুমোদন পেতে পারে। কিন্তু বিকল্প দেশ হিসেবে পাকিস্তানের প্রস্তাবিত সংযুক্ত আরব আমিরাত নয়, এসিসি ভেন্যু হিসেবে বেছে নিতে পারে শ্রীলঙ্কাকে। সেপ্টেম্বরে আরব আমিরাতে গরম বেশি থাকায় অংশগ্রহণকারী দলগুলো সেখানে খেলতে চায়নি। তাই, শ্রীলঙ্কাই হতে পারে বিকল্প ভেন্যু।
মূলত, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়, এশিয়া কাপ অন্য কোনো দেশে আয়োজন করা হোক। ভারতকে তখন বিকল্প প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তারা চেয়েছিল, ভারত ছাড়া বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে। ভারত নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলবে। এতে প্রথমে রাজি হয়নি ভারত।
ভারত রাজি না হওয়ায় পাকিস্তান হুমকি দেয় বিশ্বকাপ বয়কট করার। অক্টোবরে ভারতে বসবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এসব কিছু বিবেচনায় নিয়ে এশিয়া কাপ নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। সেখানে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচও। সেক্ষেত্রে মূল আয়োজক হলেও পাকিস্তানে সর্বোচ্চ চার বা পাঁচটি ম্যাচই হতে পারে। আসরে মোট ম্যাচ হবে ১৩টি। সেপ্টেম্বরের ১-১৭ তারিখ বরাদ্দ রাখা হয়েছে এশিয়া কাপের জন্য। ভেন্যু সংক্রান্ত জটিলতা দূর হলে চূড়ান্ত করা হবে সূচি।