কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন আসরে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে একই দলে আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন ওয়েস্টইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল।
কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি লিগে সাকিব-আন্দ্রে রাসেল ছাড়াও ড্রাফট থেকে আরও একজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। তিনি অস্ট্রেলিয়ার ক্রিস লিন। লিগের এবারের আসরে বেশ বড় বড় ক্রিকেটারের নাম রয়েছে। ভ্যাঙ্কুভার নাইটসে খেলবেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই দলে আছেন দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেনও।
মিসিসাউগা প্যান্থারসে খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। টরন্টো ন্যাশনালসে খেলবেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। অন্যদিকে, ব্রাম্পটন উলভসের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।
সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে চোটের কারণে খেলছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক। একমাত্র টেস্ট খেলার পর আফগানদের বাংলাদেশ সফরে বিরতি আছে। ঈদুল আজহার পর সীমিত ওভারের সিরিজ চলবে ১৬ জুলাই পর্যন্ত।
করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে কানাডাভিত্তিক এ লিগ। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল এ লিগ। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর।