এশিয়া কাপের তারিখ ও ভেন্যু চূড়ান্ত
নানা নাটকীয়তা শেষে অবশেষে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কাও। এবার আসন্ন এই আসরের দিনক্ষণ চূড়ান্ত করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এশিয়া কাপ শুরুর সময় জানিয়েছে এসিসি। বিবৃতি অনুযায়ী আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে আয়োজক পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল।
পাকিস্তানে মোট চারটি ম্যাচ হবে। বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। ১৬তম এশিয়া কাপে খেলবে মোট ছয়টি দল। তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে নেপাল। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। মোট ১৩টি ম্যাচ খেলা হবে এবারের এশিয়া কাপে। দু’টি গ্রুপ থেকে চারটি দল খেলার সুযোগ পাবে সুপার ফোর পর্বে।
সেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে ফাইনাল খেলবে দু’টি দল। ১৭ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। গতবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। সেবার টি-টোয়েন্টি ফরমেটে খেলা হয়েছিল। এবার খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। কারণ সামনেই যে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ।