সাকিবের দেওয়া জার্সি পরতে উন্মুখ বৃটিশ হাইকমিশনার
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করে আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাকিবের কাছ থেকে পাওয়া জার্সি গায়ে জড়াতে আর তর সইছে না যেন তার। আজ মঙ্গলবার (২০ জুন) টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে দেখা করেন সারাহ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন সারাহ। সাকিবের সঙ্গে ব্রিটিশ দূতাবাসে খেলাধুলার বিষয়ে লম্বা সময় আলোচনা করেন তিনি। আলোচনা করেন চলমান অ্যাশেজ নিয়েও। আফগানিস্তানের সঙ্গে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ নিয়েও আলোচনা করেন দুজন। ব্রিটিশ হাইকমিশনারকে উপহার হিসেবে সাকিব নিজের একটি জার্সি নিয়ে যান। সাকিবের স্বাক্ষর সংবলিত সেই জার্সি পরতে সারাহ মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।
সারাহ নিজের টুইটারে সাকিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা সত্যিই আমি বেশ উপভোগ করেছি। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পাশাপাশি আমরা আলোচনা করেছি অ্যাশেজ ২০২৩ নিয়েও। আমি নতুন জার্সিটি পরতে উন্মুখ হয়ে রয়েছি।’