ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালে ভারত বাধা টপকাতে পারলেই শিরোপা জয়ের উৎসবে মাততে পারত বাংলাদেশের মেয়েরা। তবে ভক্ত-সমর্থকদের সেই ইচ্ছে পূরণ হলো না। ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছেন দিলারা-নাহিদারা।
আজ বুধবার (২১ জুন) হংকংয়ের টিন কং রোড রিক্রেয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত ‘এ’ দল। জবাবে সব উইকেট হারিয়ে ৯৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৩১ রানের জয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ভারতের দুই ব্যাটার শোয়েতা সেহরাওয়াত-চেত্রী। দলীয় ২৮ রানে নাহিদার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সেহরাওয়াত। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ১৩ রান। তার বিদায়ের পর দিনেশ ব্রিন্দাকে নিয়ে ফের জুটি গড়েন চেত্রী। যদিও দলীয় ৪৩ রানে চেত্রীর বিদায়ে এই জুটিও বেশি বড় হয়নি। ২০ বলে ২২ রান করে ফেরেন চেত্রী।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ৭ উইকেটে স্কোরবোর্ডে ১২৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি ও সানজিদা আক্তার, রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। দলীয় ১২ রানে দিলারার বিদায়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে ৫ রান করে ফেরেন দিলারা। শুরুর ধাক্কা সামাল দিতে পারেননি পরের ব্যাটারাও।
দলীয় ১৯ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাথী। ১১ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের। সেই চাপ আরও বাড়ে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায়। দলীয় ৫০ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরবর্তীতে লোয়ার অর্ডাররা কিছুটা চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত সব উইকেট হারিয়ে ১০০ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রীয়াঙ্কা পাটিল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১২৭/৭ (সেহরাওয়াট ১৩, চেত্রী ২২, দিনেশ ৩৬, তৃষা ৪, কণিকা ৩০, তিওয়ারি ৩, পাটিল ০, গৌতম ২, তিতাস ৯; মারুফা ৪-০-৩৬-০, সানজিদা ৪-০-২৬-১, নাহিদা ৪-০-১৩-২, সুলতানা ৪-০-৩০-২, রাবেয়া ৪-০-১৪-১)।
বাংলাদেশ ‘এ’ দল: ১৯.২ ওভারে ৯৬ ( সাথী ১৩, দিলারা ৫, সোবহানা ১৬, লতা ৪, মুর্শিদা ১, স্বর্না ৮, নাহিদা ১৭, রাবেয়া ৬, সুলতানা ৪, মারুফা ৩, সানজিদা ২; তিতাস ২.২-০-১৪-১, মান্নাত ৪-০-২০-৩, গৌতম ১-০-৫-০, পাটিল ৪-০-১৩০৪, চোপড়া ৪-০-২০-০, কণিকা ৪-০-২৩-২)।
ফল: ভারত ৩১ রানে জয়ী।