যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ের ৪০৮!
জিম্বাবুয়েতে এখন গ্রীষ্মকাল। ক্রিকেট মাঠে চলছে বসন্ত। মাত্রই আগের ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়। সেই রেশ কাটতে না কাটতে আবার নতুন ধামাকা। ঝলমলে রোদে হারারে স্পোর্টস গ্রাউন্ডটাকে বেশ সতেজ মনে হয়। সোনালি রোদ গায়ে মেখে জিম্বাবুয়ের খেলা দেখতে মাঠে যে দর্শকরা এসেছেন বিনোদন নিতে, জিম্বাবুয়ের ব্যাটাররা তাদের এর চেয়ে ভালো বিনোদন দিতে পারত না। জিম্বাবুয়েতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর বাছাইপর্ব। আজ সোমবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় স্বাগতিকরা।
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে স্কোরবোর্ডে তোলে ৪০৮ রান! নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তো বটেই, প্রথমবার পার করল ৪০০ রানের ঘর।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাক প্যাটেল। জয়লর্ড গাম্বি ও ইনোসেন্ট কায়ার ওপেনিং জুটিতে জিম্বাবুয়ে করে ৫৬ রান। তবে, সেটি বেশ রয়েসয়েই। ১৩.১ ওভারে ৪১ বলে ৩২ রান করে আউট হন কায়া। ওয়ানডাউনে মাঠে নামেন অধিনায়ক শিন উইলিয়ামস। গাম্বিকে সঙ্গে নিয়ে গড়েন ১৬০ রানের জুটি। দলীয় ২১৬ রানে ১০৩ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন কেনজিগির বলে।
তবে অধিনায়ক উইলিয়ামস ছিলেন পুরোদস্তুর আক্রমণাত্মক মেজাজে। অভিষেক পারাদকারের বলে আউট হওয়ার আগে ১০১ বলে খেলেন ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস। ২১ চার ও ৫ ছয়ের মারে সাজানো ইনিংসটি দেখে যেন মারমুখী হয়ে ওঠেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। রাজা ২৭ বলে ৪৮ ও বার্ল ১৬ বলে ৪৭ রান করেন।
শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪০৮ এ গিয়ে থামে জিম্বাবুয়ের রানোৎসব। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৭ উইকেটে ৩৫১ রান। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে কেনিয়ার মাঠেই এই রান তোলে জিম্বাবুয়ে।