বিশ্বকাপের বাকি ঠিক ১০০ দিন
শুরু হয়ে গেছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ক্ষণগণনা। ২০২৩ বিশ্বকাপের আসর বসবে ভারতে। ৫ অক্টোবর থেকে শুরু হবে একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। আজ থেকে ঠিক ১০০ দিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।
আজ মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাধারণত বিশ্বকাপ শুরু হওয়ার অন্তত এক বছর আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ করে আয়োজক দেশগুলো। এবার সেই নিয়ম ভেঙেছে আইসিসি। মূলত ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের গড়িমসির কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশে এত দেরি।
অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে চূড়ান্ত সূচি প্রকাশ করল আয়োজক ভারত। আজ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সূচি প্রকাশ করে আইসিসি। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলো খেলবে সেমিফাইনাল। যদিও, এখনও চূড়ান্ত হয়নি অংশগ্রহণকারী বাকি দুই দল।
জিম্বাবুয়েতে চলছে বিশ্বকাপের বাছাইপর্ব। সেখান থেকে সেরা দুটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। একদিনের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।