গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে শ্রীলঙ্কা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর সূচি প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার (২৭ জুন)। ১০ দলের বিশ্বকাপে সরাসরি অংশ নিবে আটটি দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পার করে। জিম্বাবুয়েতে চলছে ১০ দলের বাছাইপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো।
'বি' গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্কটল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নিল লঙ্কানরা।
আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ২৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে স্কটল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৪৩ রানে হারায় প্রথম দুই উইকেট। স্কটিশ বোলার ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াটের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভাঙে লঙ্কানরা। প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল ধরেন পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করে ওয়াটের শিকার হন নিশাঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করা আসালাঙ্কাকেও ফেরান ওয়াট। শেষ পর্যন্ত ২৪৫ রানের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় শ্রীলঙ্কাকে।
স্কটল্যান্ডের পক্ষে গ্রিভস চারটি ও ওয়াট তিনটি উইকেট পান।
২৪৫ রানের মামুলি সংগ্রহই যেন অনেক বড় লক্ষ্য হয়ে দাঁড়ায় স্কটিশ ব্যাটারদের জন্য। বল হাতে যতটা ভালো খেলেছে তারা, ব্যাট হাতে ততটাই হতশ্রী। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্কোরবোর্ডে রান ১০০ হওয়ার আগেই নেই সাত উইকেট।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো স্কটল্যান্ডের পক্ষে একাই লড়েন গ্রিভস। বল হাতে ভালো করার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত থাকেন ৪১ বলে ৫৬ রানে। কিন্তু, অন্যদের ব্যর্থতায় ২১ ওভার বাকি থাকতেই ১৬৩ রানে থেমে যেতে হয় স্কটল্যান্ডকে। হার মানতে হয় ৮২ রানের ব্যবধানে।
শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন মাহিশ থিকসানা। দুই উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙা।
ম্যাচ হারলেও 'বি' গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে কোয়ালিফাই করেছে স্কটল্যান্ড।