ঈদুল আজহায় বহুরূপী সাকিব আল হাসান
সকালে ঈদের নামাজ পড়া, এরপর নিজ হাতে কুরবানি দেওয়া, টং দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা, স্ত্রী শিশিরকে নিয়ে রিকশায় চড়ে ঘুরে বেড়ানো। সব মিলিয়ে এবারে ঈদুল আজহার প্রথম দিনে বহুরুপী ভূমিকায় হাজির হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জাতীয় দলের খেলা কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণে সচরাচর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পান না সাকিব। সেই হিসেবে এবারের ঈদটা সাকিবের জন্য বিশেষ। নিজ গ্রাম মাগুরায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করছেন তিনি।
সারা দিনের এতো ব্যস্ততার পরও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি সাকিব। রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের দাওয়াতে গিয়ে তার বাসভবনের সামনে ফাঁকা রাস্তায় জেলা প্রশাসক আর মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সাথে ক্রিকেট খেলতেও দেখা যায় তাকে।
এর আগে গত ঈদুল ফিতরের সময়েও বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন সাকিব। তখনও ঈদের নামাজ শেষে তাকে ক্রিকেট খেলতে দেখা যায়। সবমিলিয়ে এমন প্রাণবন্ত সাকিবকে দেখে খুশি তার ভক্ত-সমর্থকরাও। চার থেকে পাঁচ দিনের ছুটি শেষেই ঢাকায় ফিরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্পে যোগ দেবেন সাকিব।
এরপর আফগানিস্তান সিরিজ শেষেই যাবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে মাঠ মাতাতে। সব মিলিয়ে ঈদের পর বেশ ব্যস্ত সময় পার করবেন নম্বর সেভেন্টি ফাইভ। সদ্যই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব। এখন শুধু তাঁর মাঠে নামার অপেক্ষা।