রিয়াল-বার্সাকে রেখেই সুপার লিগ ছাড়তে চায় জুভেন্টাস
২০২১ সালের এপ্রিলে হঠাৎ আলোড়ন ওঠে ইউরোপিয়ান ফুটবলে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছেড়ে এর আদলে নতুন এক টুর্নামেন্ট ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) আয়োজনের কথা ভাবে ইউরোপের শীর্ষস্থানীয় কয়েকটি দল। এর পেছনে মূল হোতা ছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ আরও বড় বড় কয়েকটি ক্লাব। মোট ১২ টি দল নিয়ে এই টুর্নামেন্ট চালু করার কথা ভাবা হয়েছিল।
এটি আয়োজিত হলে মুখ থুবড়ে পড়ত ইউরোপের ফুটবল। বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে। কারণ, ইএসএলের মধ্যে রিয়াল-বার্সা ছাড়াও ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, জুভেন্টাস, এসি মিলান, আর্সেনালের মতো বড় ক্লাবগুলো।
এরপরই প্রতিবাদ আসতে শুরু করে ক্লাবগুলোর সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়দের কাছ থেকে। কয়েকটি দেশের সরকারও অবস্থান নেয় এর বিরুদ্ধে। ফলে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস ছাড়া বাকি নয় দল সরে আসে সেখান থেকে। এবার সরে আসার প্রস্তুতি নিচ্ছে জুভেন্টাসও। এমনটিই জানা গেছে ক্লাবটির পক্ষ থেকে।
আজ শুক্রবার (১৪ জুলাই) ইএসপিএনে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, ইএসএল মডেল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে আমাদের আলোচনা চলছে। এই প্রকল্প থেকে বের হওয়ার ব্যাপারে কিছু চুক্তি আছে। সেসবের সম্ভাব্যতা যাচাই করে একটা সমঝোতায় আসব। তবে, রিয়াল-বার্সা না চাইলে আমরা এখান থেকে বের হব না।’