বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড
আগামী গ্রীষ্মে নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২০২৩ এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তাদের আতিথ্য দেওয়া। আজ মঙ্গলবার (১৮ জুলাই) নিজেদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ নিজেদের মিশন শুরু করবে ওয়ানডে দিয়ে। ডানেডিনে ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে।
সিরিজের পরের দুই ওয়ানডে ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর। ম্যাচ দুটি যথাক্রমে নেলসন ও নেপিয়ারে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ২৭ ডিসেম্বর থেকে নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ তাওরাঙায় অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ ডিসেম্বর।
বাংলাদেশের বিপক্ষে মোট চারটি ভেন্যুতে এই ছয়টি ম্যাচ খেলবে কিউইরা। এ ছাড়া, ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি সিরিজ খেলতে আসার কথা রয়েছে ব্ল্যাকক্যাপসদের। যদিও, সেটি এখনও চূড়ান্ত নয়।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সিরিজ সূচি
প্রথম ওয়ানডে, ১৭ ডিসেম্বর, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে, ২০ ডিসেম্বর, নেলসন
তৃতীয় ওয়ানডে, ২৩ ডিসেম্বর, নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি, ২৭ ডিসেম্বর, নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৯ ডিসেম্বর,তাওরাঙা
তৃতীয় টি-টোয়েন্টি, ৩১ ডিসেম্বর, তাওরাঙা