এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
আসন্ন এশিয়া কাপ নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। শুরুতে ভেন্যু নিয়ে ভারত-পাকিস্তানের মুখোমুখি অবস্থান। এরপর চূড়ান্ত সূচি ঘোষণা নিয়ে গড়িমসি। নানা নাটকীয়তা শেষে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আজ বুধবার (১৯ জুলাই) এক বিবৃতির মাধ্যমে চূড়ান্ত সূচি প্রকাশ করে এসিসি। সূচি অনুযায়ী একদিন এগিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
হাইব্রিড মডেল মেনে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের সাথে থাকবে শ্রীলঙ্কাও। তবে ৪ ম্যাচের বেশি পাচ্ছে না পাকিস্তান, আসরে মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ফাইনালসহ ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপ অংশ নিবে ৬টি দেশ । 'এ' গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে থাকা বাকি তিন দল হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ গড়াবে মুলতানে। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। আর ২ সেপ্টেম্বর গ্রুপপর্বের ম্যাচে ভারত-পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার ক্যান্ডিতে।
গ্রপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩১ আগষ্ট ক্যান্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিকদের বিপক্ষে। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।