ফের বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্ক
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা চরমে। তা হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক পর্যায়। অন্তত গত কয়েক বছরের পরিসংখ্যান সেই কথাই বলে। এবার ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ ‘এ’ দল।
আজ শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেমিফাইনালে ভারতের এক ব্যাটারকে শুরুতে আউট দিয়েও পরে তা পরিবর্তন করে নটআউট দেন টিভি আম্পায়ার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ঘটনার সূত্রপাত ইনিংসের ১৪তম ওভারে। বোলিংয়ে আসেন স্পিনার রকিবুল। ওভারের চতুর্থ বল মিস করেন ব্যাটার নিকিন জস। বেশ বুদ্ধিদীপ্ত স্টাম্পিং করেন উইকেটরক্ষক আকবর।
রিপ্লেতে স্পষ্ট দেখা যায় আউট। থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আউটের সিদ্ধান্ত দেন। উদযাপনে মেতে উঠে বাংলাদেশ দল। তবে অনফিল্ড আম্পায়ার ব্যাটারকে দাঁড়াতে বলেন। এর কয়েক সেকেন্ড পর সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সবুজ সিগন্যাল দেন টিভি আম্পায়ার। আম্পায়ারের আউট এবং ফের নট আউটের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য সে যাত্রায় নিকিন জস বেঁচে গেলেও কয়েক ওভার পরেই বাংলাদেশ ‘এ’ দল অধিনায়ক সাইফ হাসানের বলে সাজঘরে ফিরেছেন তিনি।